হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের বাসভবন থেকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছেন।
সেসময় বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।









