সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার গাড়ি বহর রওনা করে। এরপর ৩টা ৪৫ মিনেটে সেনাকুঞ্জে পৌঁছান বেগম খালেদা জিয়া।
২০১৮ সালের পর খালেদা জিয়ার এটাই হবে প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ। বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন।
সেখানে সুফি সাধক হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সেদিন রাতেই আবার ঢাকা ফিরে আসেন। সেটিই ছিল খালেদার জিয়ার সর্বশেষ সফর। এর ছয় বছর ৯ মাসেরও বেশি সময় পর আজ সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া।
অন্যদিকে দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।









