অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন কেয়া পায়েল। নিয়মিত অভিনয় করলেও লেখাপড়ায় ভাটা পড়েনি তার।
এই অভিনেত্রী তার শিক্ষা জীবনে গ্র্যাজুয়েট হয়ে আনুষ্ঠানিক পাঠ সম্পন্ন করেছেন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে অংশ নিয়েছিলেন কেয়া পায়েল। এসময় বাবা-মায়কে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এই অভিনেত্রী।
কেয়া পায়েল বলেন, সমাবর্তন পেয়ে অনেক বেশি আনন্দিত। আমার বিশ্ববিদ্যালয় জীবনের গল্পটা খুব সীমিত সময়ের। কারণ বিশ্ববিদ্যালয় জীবনের অনেক বড় একটা সময় করোনা মহামারির মধ্যে কেটেছে। এই জন্যে বিশ্ববিদ্যালয় জীবন আমি পুরোপুরিভাবে উপভোগ করতে পারিনি। যেটা আমার সবসময় আফসোস হয়। আমি স্টুডেন্ট লাইফটাকে সবচেয়ে বেশি এনজয় করি।
তিনি আরো বলেন, পর্দায় আমাকে প্রায়ই দুষ্টুমির চরিত্রে দেখা যায় বাস্তব জীবনেও আমি তাই। আমি যাদের সাথে ক্লাস করতাম তারা সবাই জানে আমি কি পরিমাণ যন্ত্রণা দিতাম তাদের। আজকের এই ডিগ্রি অর্জনের পেছনে সবচেয়ে বেশি কর্তৃত্ব আমার বাবা-মায়ের। তারা সব সময়ই চেয়েছে আমি যাতে পড়াশোনাটা করি। আজকের এদিনে আমার থেকে সবচেয়ে বেশি গর্ববোধ করছে আমার বাবা-মা।
পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, পড়াশোনা নিয়ে সামনে আরো পরিকল্পনা আছে। সামনে ইচ্ছে আছে আরো বড় কিছু করতে।









