ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউসেক)-এর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া (MENASA) অঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেভিন রোপকে। ১ অক্টোবর থেকে তাঁর এ নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।
জানা যায়, ইউসেক তাদের বৈশ্বিক কার্যক্রমে একটি নতুন সাংগঠনিক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য হলো কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারে আরও দৃঢ় অবস্থান তৈরি করা। এই পুনর্গঠনের অংশ হিসেবে কেভিন রোপকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়।
এই পদে থেকে রোপকে দক্ষিণ এশিয়াসহ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) পুরো MENASA অঞ্চলে মার্কিন সয়াবিনের বাজার সম্প্রসারণ, ভোক্তার আস্থা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নেতৃত্ব দেবেন।
ইউসেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার বলেন, “আমাদের নতুন কাঠামো সংগঠনের কৌশলগত অগ্রাধিকার এবং সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করবে। এতে ইউএসসহ বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, কেভিন রোপকে MENASA অঞ্চলে শক্ত নেতৃত্ব দেবেন এবং মার্কিন সয়াবিনের উপস্থিতি আরও বৃদ্ধি করবেন।”
নিজের নতুন ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রোপকে বলেন, “এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। আমার লক্ষ্য হচ্ছে- মার্কিন সয়াবিন কৃষকদের টেকসই উৎপাদনকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা, যা অর্থনৈতিক কর্মকাণ্ড ও পুষ্টি নিরাপত্তা—উভয়কেই শক্তিশালী করবে। আমরা এই অঞ্চলে আস্থা তৈরি এবং মার্কিন সয়াবিনের ব্যবহার ও মূল্য বৃদ্ধির জন্য কাজ চালিয়ে যাব।”
২০ বছরের বেশি আন্তর্জাতিক কৃষি অভিজ্ঞতা নিয়ে রোপকে ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি পূর্বে ইউসেকের-এর দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইউএস গ্রেইন কাউন্সিলেও নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন।
ইউসেকের এই নতুন কাঠামো প্রোগ্রাম প্রশাসনকে আরও কার্যকর করা এবং রপ্তানি বাজারের সীমা পুনর্গঠন করার মাধ্যমে বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করবে।
৯২টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইউসেক মানব খাদ্য, জলজ প্রাণী ও পশুখাদ্যের জন্য মার্কিন সয়াবিনকে নির্ভরযোগ্য, টেকসই ও উচ্চমানসম্পন্ন পুষ্টির উৎস হিসেবে প্রচার করে। সংগঠনটি মার্কিন সয়াবিন সরবরাহ চেইনের সব পক্ষ বিশেষ করে কৃষক, প্রক্রিয়াজাতকারী, ব্যবসায়ী ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে।









