রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার নির্বাচনে পরাজিত হয়েছেন। এক শতাব্দীতেও কংগ্রেসে এমন রাজনৈতিক নাটকের দেখা মেলেনি।
মঙ্গলবার রাতে স্পিকার ছাড়াই হাউজ মুলতবি করা হয়েছে। ১৯২৩ সালের পর এবার প্রথমবারের মতো তারা ভোট গ্রহণের পরও নেতা নির্বাচন করতে অসফল হয়েছেন।
নভেম্বরের নির্বাচনের পর এই নির্বাচনকে রিপাবলিকান পার্টির জন্য কংগ্রেসের নতুন সূচনা বলে মনে করা হয়েছিল।
ম্যাকার্থি ভুল কারণে তার প্রাপ্ত পদের জন্য বিদ্রোহের সম্মুখীন হয়েছেন। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান স্পিকার নির্বাচনের জন্য তিনটি ভোট হারিয়েছেন তিনি।
বুধবার হাউজের সদস্যদের চতুর্থবারের মতো মিলিত হবার কথা থাকলেও বর্তমান অচলাবস্থার সমাধান হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।







