শুক্রবার (১৮ এপ্রিল) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা ‘কেশরী চ্যাপ্টার টু’। এক হত্যাকাণ্ডের অজানা গল্প তুলে ধরা এই ছবিটি মুক্তির সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, সঙ্গে ঝড় তুলছে বক্স অফিসেও।
বলিউড মুভি রিভিউজ বলছে, ছবিটি মুক্তির তৃতীয় দিনে বক্স অফিসে ১১.৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটির মুক্তির দিনে আয় ছিল ৭.৭৫ কোটি। আর দ্বিতীয় দিনে আয় ছিলো ৯.২৫ কোটি রুপি!
অর্থাৎ ছবিটি তার প্রথম দুই দিনের আয়কে অল্প ব্যবধানে হলেও ছাড়িয়ে গেছে তৃতীয় দিনে এসে। তারচেয়ে বড় ব্যাপার, প্রতিদিন বাড়ছে আয়ের হিসেব! শুধু ভারতের বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মোট আয় করেছে ২৮ কোটি রুপির বেশী!
অন্যদিকে স্যাচনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে সানি দেওলের ‘জাত’-এর গত ১১ দিনে বক্স অফিস কালেকশন ৭০ কোটি রুপি। মুক্তির ১১তম দিনে এই ‘জাত’ আয় করেছে ৫ কোটি রুপি। অপরদিকে, মুক্তির পর ২০ দিন পর্যন্ত সালমান খানের ‘সিকান্দার’ মোট আয় করেছে ১০৯.৯৫ কোটি রুপি।
‘কেশরী চ্যাপ্টার টু’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে।
ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন এবং লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।









