বক্স অফিসে এখনও দাপট জারি রয়েছে এ বছরের অন্যতম আলোচিত ও সমালোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র। যার ফলে বড় বড় স্টার কাস্ট থাকা সত্ত্বেও অনেক ছবির মুখ থুবড়ে পড়েছে। তবে সেদিক থেকে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে সদ্য মুক্তি প্রাপ্ত ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’র ক্ষেত্রে।
মুক্তির প্রথম দিনে পুরো ভারতজুড়ে যেখানে ছবিটির আয় দাঁড়িয়েছিল ৫.৪৯ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনে তার বেড়ে দাঁড়িয়েছে ৭.২০ কোটি। অর্থাৎ, দুই দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১২.৬৯ কোটি রুপি। আশা করা যাচ্ছে, সপ্তাহান্তে ছবিটির আয় ২২ কোটিতে গিয়ে ঠেকবে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ রবিবার টুইটারে ছবিটির বক্স অফিস সংগ্রহ শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘‘জারা হাটকে জারা বাঁচকে’ প্রদর্শকদের জন্য স্বস্তি নিয়ে এসেছে, হাউজফুল বোর্ডগুলি আবার ফিরে এসেছে, দ্বিতীয় দিনে ঠিকঠাক বৃদ্ধির সাক্ষী, সপ্তাহান্তরে দৃষ্টি ২২ কোটিতে। মিড-রেঞ্জ ফিল্মের জন্য যা একটি চমৎকার সংখ্যা… শুক্র ৫.৪৯ কোটি, শনি ৭.২০ কোটি। মোট- ১২.৬৯ কোটি।
মূলত “একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি” এমন দুর্দান্ত বিজনেস স্ট্রাটেজিতে ভর দিতেই সকলকে অবাক করে দিল ‘জারা হাটকে জারা বাঁচকে’। তাইতো ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ছবি দেখতে গিয়ে একদম ‘হাটকে’ অফার পেয়েছেন দর্শকরা। যার প্রেক্ষিতে ছবি দেখতে হলমুখী দর্শকরা।
এদিকে বক্স অফিসে এখনও চলছে ‘দ্য কেরালা স্টোরি’। তারকা মুখ না সত্ত্বেও ছবির গল্প ও বিতর্ককে সঙ্গী করে প্রায় ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে।
সূত্র: বলিউড মুভি রিভিউজ







