এক সময় ক্রিকেটে দুর্দান্ত করা কেনিয়ার অবস্থা এখন ভালো নয়। দেশটি নতুন কোচ নিয়োগ করেছে ঘুরে দাঁড়াতে। ভারতের সাবেক মিডিয়াম পেসার ৫১ বর্ষী ডোড্ডা গণেশকে একবছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
গণেশের প্রথম সিরিজ হবে সেপ্টেম্বরে, আইসিসি দ্বিতীয় বিভাগ লিগ চ্যালেঞ্জ মোকাবেলা। কেনিয়া সেখানে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি, কাতার, ডেনমার্ক এবং জার্সির বিপক্ষে, উদ্দেশ্য আফ্রিকা অঞ্চল থেকে টি-টুয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব উতরানো।
দায়িত্ব নিয়ে গণেশ বলেছেন, ‘লক্ষ্য হল ওয়ানডে এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরোনো। কিন্তু তার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং উন্নতি করতে হবে। আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি এবং ভালো সাড়া পাচ্ছি।’
‘প্রথম আসরের জন্য আমরা কম সময় পেয়েছিলাম, সুতরাং এখন স্থানীয় লিগগুলোর ম্যাচ দেখছি। ফিটনেসের পরীক্ষা হবে, আস্তে আস্তে প্রক্রিয়াগুলোর মধ্যে প্রবেশ করছি।’
গণেশ ১৯৯৭ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পাঁচবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। এর মধ্যে রয়েছে চারটি টেস্ট এবং একটি ওয়ানডে। ১৯৯৪-৯৫ সালে ফার্স্টক্লাস ও লিস্ট-এ ক্রিকেট শুরু করা গণেশ ২০০৪-২০০৫ সালে অবসর নেন। ফার্স্টক্লাসে ৩৬৫ উইকেটের পাশাপাশি লিস্ট ‘এ’তে ১২৮ উইকেট শিকার করেছেন।









