আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘বন্ধু’। জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ এবং মোহাম্মদ মিলন গেয়েছেন এই গানটি।
আগস্ট মাসের প্রথম রোববার পালিত হয় আন্তর্জাতিক বন্ধু দিবস। এই বিশেষ দিনকে কেন্দ্র করে গানটি উন্মুক্ত হবে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন আরিফ হোসেন বাবু, সুর করেছেন কাজী শুভ নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব।
‘বন্ধু’ গানটির জন্য নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন ভিডিও, পরিচালনায় ছিলেন এস এম কারিম। ভিডিওটিতে থাকছে বন্ধুত্বের নানা মুহূর্ত ও আবেগঘন দৃশ্য, যা দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
গানটি নিয়ে আশাবাদী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। তারা বলেন, “বন্ধু দিবসে সবাই যেন তাদের বন্ধুদের সঙ্গে মজা করতে পারেন, একসাথে সময় কাটাতে পারেন—সেই ভাবনা থেকেই গানটি করা হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”
বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য গানটি হতে পারে দারুণ এক অনুষঙ্গ। বন্ধু দিবসের আবহে এই গান আরও প্রাণ পাবে শ্রোতাদের ভালোবাসায়—এমনটাই আশা করা হচ্ছে।








