কাজী পেয়ারার জনক, বাংলাদেশের প্রখ্যাত কৃষিবিজ্ঞানী, কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউ’ন)।
কাজী পেয়ারার কাজী নামটি এই ‘জাতীয় ইমেরিটাস সায়েন্টিস্ট’ এর নামের অংশ। আজ বেলা সাড়ে ৪টায় ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
আগামীকাল সকাল ৯টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বিতীয় নামাজে জানাজা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তৃতীয় জানাজার নামাজের পর গোবিন্দগঞ্জে সমাহিত করা হবে তাকে।
শুধু পেয়ারার কারণেই কাজী বদরুদ্দোজার নাম বাংলাদেশের আধুনিক কৃষির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তা নয়। দেশের কৃষিখাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া থেকে শুরু করে কৃষি ও কৃষকের বিভিন্ন বিষয় নিয়েও কাজ করেছেন এই কৃষি সংগঠক।
মৃত্যুর আগে ড. কাজী এম বদরুদ্দোজা বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিয়েছেন।








