দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আগামী ২ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব। এশিয়ান কালচার সেন্টার (এসিসি) আয়োজিত এই উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’।
গুয়াংজু শহরে চার দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে সাতটি এশীয় দেশের তরুণ শিল্পীরা অংশ নিবেন বলে জানিয়েছে এশিয়ান কালচার সেন্টার। এই আয়োজনের মূল আকর্ষণ হবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সংগীত ও নৃত্য পরিবেশনা।
বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’। উৎসবে অংশ নিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম হাসান ইশতিয়াক ইমরান এর নেতৃত্বে দেশ ছাড়েন চার সদস্যের দল।

তার সঙ্গে রয়েছেন দেশের তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক এবং অন্বেষা বিশ্বাস অগ্নি। আগামী শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টায় তারা গুয়াংজু শহরে এশিয়ান কালচার সেন্টারের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
উৎসবে থাকছে ‘আসিয়ান পালস’, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পীরা সংগীত ও নৃত্যের পরিবেশনা করবেন। এছাড়া ‘নিউ সিঙ্গাপুরা: একোজ অব ডাইভারসিটি’ শীর্ষক বিশেষ আয়োজনের মাধ্যমে কোরিয়া ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করা হবে।
শুধু পরিবেশনা নয়, বাংলাদেশের শিল্পীরা বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায়ও অংশ নেবেন বলে জানান ইমরান।
আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও নতুন শিল্পচর্চার পথ উন্মুক্ত করবে।

বাংলাদেশি নৃত্য সংগঠনটি সম্পর্কে এশিয়ান কালচার সেন্টার তাদের ওয়েব সাইটে লিখেছে, ২০১৮ সালে হাসান ইশতিয়াক ইমরানের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’ একটি নৃত্যসংগঠন যা প্রতিভা বিকাশ ও বহুমাত্রিক নৃত্যধারার সংরক্ষণে নিবেদিত। সংগঠনটি ইতোমধ্যে নর্থ আমেরিকান নজরুল কনভেনশন, ফোক ফেস্ট ইউএসএ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ছায়ানট ক্লাসিক্যাল ড্যান্স ফেস্টিভ্যালের মতো মর্যাদাপূর্ণ আসরে পরিবেশনা করেছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, এটি এখন তরুণ শিল্পীদের সমকালীন প্রযোজনা, সৃজনশীল অনুশীলন এবং পারফর্মিং আর্টস গবেষণায় যুক্ত হওয়ার এক যৌথ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।









