২০২৫ সালের নভেম্বরে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। যদিও এতদিন পর্যন্ত তারা ভক্তদের সামনে খুদের কোন ছবি প্রকাশ্যে আনেননি!
তাই স্বাভাবিক ভাবেই দর্শকরা অধীর আগ্রহে তাদের সন্তানকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানকে সামনে আনলেন ভিকি-ক্যাট, যদিও দেখাননি চেহারা! তবে জানালেন ছেলের নাম।
বুধবার (৭ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ভিকি-ক্যাটরিনা যে ছবি পোস্ট করেছেন, তা নিয়ে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায়। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা গেল, মা-বাবার হাতের মাঝে রাখা ‘বেবি কৌশলে’র নরম তুলতুলে হাত। ওই ছবির ক্যাপশনে লেখা, ‘আমাদের আলোকরশ্মি বিহান কৌশল।’
আর সেই ছোট্ট ঝলক দেখেই এই তারকা জুটির ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেন খুদে বিহানকে।

ছেলের সঙ্গে পরিচয় করিয়ে তারকা দম্পতির মন্তব্য, ‘ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। জীবন বড়ই সুন্দর। এক নিমেষেই যেন আমাদের পৃথিবীটা বদলে গেল। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোনও ভাষা নেই।’
ক্যাটরিনা এবং ভিকির এই পোস্টটিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শুধু কী তাই বহু তারকাও নানা কমেন্ট করেছেন। নতুন মা পরিণীতি চোপড়া থেকে দিয়া মির্জা, ভূমি পেডনেকর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শিবানী আখতার -সহ অনেকেই মন্তব্য বিভাগে মন ছুঁয়ে যাওয়া নানা ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। হৃতিক রোশন লিখেছেন, ‘ঈশ্বরের অনেক আশীর্বাদ। বিহানকে স্বাগত। দারুন খবর। অভিনন্দন এবং ভালোবাসা।’
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। – পিঙ্কভিলা









