বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ বিষয়ে কখনোই কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কিংবা ভিকি। তবে যা রটে, তা যে কিছুটা হলেও বটে তারই প্রমাণ মিললো এবার!
এনডিটিভির প্রতিবেদনে দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগির মা হতে চলেছেন ক্যাটরিনা। এই মুহূ্র্তে আট মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই নাকি প্রথম সন্তান আসতে চলেছে তারকা দম্পতির পরিবারে।
এই কারণেই ক্যাটরিনা ইদানিং মিডিয়ার লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তবে এ নিয়ে এখন পর্যন্ত ক্যাটরিনা কিংবা ভিকির কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। তাইতো ভক্তরা এই দম্পতির কাছ থেকে নিশ্চিত খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিগত কয়েক মাস ধরে ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে। কারণ এখন তাকে প্রকাশ্যে কমই দেখা যায়। সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন বলে সূত্রের খবর।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ায় রাজকীয় রীতিতে বিয়ে করেন ক্যাটরিনা এবং ভিকি। তারপর থেকে তাঁদের দু’জনকেই বি-টাউনের ‘গোল্ডেন কাপল’ বলা হয়। এখন তাঁদের বাবা-মা হওয়ার গুঞ্জন ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।-এনডিটিভি









