পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো সাত দিনব্যাপী ৫ম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল (কেডব্লিউএফএফ)-এর!
কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী সফিনা বেগ, যিনি স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রসারে উৎসাহদাতা।
বিশ্বজুড়ে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সৃজনশীলতা, গল্প বলার শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য মিলনমেলায় রূপ নেয় এবারের চলচ্চিত্র আসর। সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীনা চৌধুরী (রাজনীতিক ও উদ্যোক্তা) এবং বলিউডের পরিচিত মুখ ললিত পরিমু।
সমাপনী দিনের শুরুতে প্রদর্শিত হয় বেশ কয়েকটি নির্বাচিত চলচ্চিত্র। যারমধ্যে ছিলো ইন আ ফ্রেম ওয়ার্ক, ৪৩, ম্যাট্রিক পাস, প্যারেন্টিং স্পেশাল নিডস চিলড্রেন: সেরেব্রাল পালসি এবং শুশুর। সিনেমাগুলো দর্শকদের মুগ্ধ করে তাদের গল্পনির্মাণ ও শিল্পমানের কারণে।
এদিন বিকেলে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে বিভিন্ন বিভাগে চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো—
স্টুডেন্ট সেকশনে শ্রেষ্ঠ কাহিনিচিত্র: স্টিচ
জুরি মেনশন: পেপার বোট
স্টুডেন্ট সেকশনে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র: প্লাস্টিক শ্যাহমার
শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র: ইন আ ফ্রেমওয়ার্ক
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: লাস্ট ড্রপ
জুরি মেনশন: মাই ডেডি ইজ মাই হিরো, আই ওন্ট ক্রাই টুমরো, আ নাইট আফটার অল।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: ট্রান্স কাশ্মির
জুরি মেনশন: আতিশ ই টিলিজম, প্যারেন্টিং স্পেশাল নিডস চিলড্রেন: সেরেব্রাল পালসি, জে এল কাউল– আ ম্যান অব অ্যাকশন
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: রিকার্ড ড্যান্স
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: রাসা
জুরি মেনশন: লাভ ইন ফরটি’স, মালাভাঝি, শুশুর
উৎসব পরিচালক মুশতাক আলী আহমেদ খান বলেন, কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল আজ শুধু কাশ্মীর নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে বৈচিত্র্যময় গল্প, সংস্কৃতি ও অভিজ্ঞতার বিনিময়ে সমৃদ্ধ হচ্ছে চলচ্চিত্রজগৎ।









