পুরোনো প্রেম কি আবার জোড়া লাগল? আজ সারাদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে! আর তার পেছনের কারণ কার্তিক-সারার একটি ভিডিও।
ভিডিওটি সানি দেওলের ‘গদর টু’-এর সাফল্যের পার্টিতে পাপারাজ্জির ধারণ করা। সেখানে দেখা গেছে জড়িয়ে ধরে একে অপরকে পার্টি থেকে বিদায় জানিয়েছেন তারা।
পাঠান-এর পর দ্বিতীয় বলিউড সিনেমা হিসেবে ভারতের বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসার পথে সানি দেওল ও আমিশা প্যাটেলের ‘গদর টু’। সেই উপলক্ষে আয়োজন করা সাকসেস পার্টিতে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। সেখানেই দেখা মিলেছে কার্তিক-সারার।
কার্তিক আরিয়ানের সঙ্গে কৃতি শ্যানন থেকে সারা আলি খান, নুসরাত ভারুচা সহ বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে। তবে কার্তিক-সারা যে সত্যিই সম্পর্কে ছিলেন তা ফাঁস করে দিয়েছিলেন করণ জোহর।
২০২০ সালে ‘লাভ আজ কাল টু’তে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক এবং সারা। সেই ছবি শুটিং চলাকালীনই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি। অল্প দিনের মধ্যেই ছাড়াছাড়ি হয় তাদের।
তারপর চলতি বছরের শুরুতে উদয়পুরে এই জুটি একফ্রেমে ধরা পড়েন পাপারাজ্জিদের ক্যামেরায়। তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়। তবে কার্তিক সেই সময়ে বলেছেন, ‘আমরা একই সময়ে উদয়পুরে ছিলাম। তাই দেখা হয়ে গিয়েছিল।’ সেই বারের পরে দুজনে একসঙ্গে আর দেখা যায়নি। অবশেষে আবারও একফ্রেমে দেখা গেল তাদের।
সূত্র: পিঙ্কভিলা







