Site icon চ্যানেল আই অনলাইন

এবারের আসর খেলেই আইপিএলকে বিদায় জানাবেন কার্তিক

২০০৮ সালে আইপিএলের শুরুর আসর থেকে সবকটি আসরেই খেলছেন দিনেশ কার্তিক। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে সাজিয়েছেন লম্বা ক্যারিয়ার। আসন্ন আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলবেন। দলটির হয়েই নিজের শেষ আইপিএল খেলতে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এই খবর। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষের অপেক্ষায়। আইপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণাও দিতে পারেন তিনি।

আইপিএলের ইতিহাসে মাত্র ৭ জন ক্রিকেটার সবগুলো আসরে খেলেছেন। তাদের মধ্যে একজন কার্তিক। এই তালিকার বাকি ৬ জন হলেন- মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পাণ্ডে।

আইপিএলে এখন পর্যন্ত আয়োজিত ১৬ আসরে কেবল দুটি ম্যাচই খেলতে পারেননি কার্তিক। প্রথম মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে খেলেননি। আর গত আসরে বেঙ্গালোরের হয়ে খেলেননি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

সবমিলিয়ে আইপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেগুলো হল- দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়নস (বিলুপ্ত), কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

আইপিএলে মোট ২৪০ ম্যাচ খেলেছেন কার্তিক। প্রায় ২৬ গড়ে রান করেছেন ৪৫১৬। স্ট্রাইক রেট ১৩২ এর বেশি। আছে ২০টি ফিফটি। উইকেটকিপার হিসেবে সব রকম ডিসমিসাল মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির পরই আছেন কার্তিক (১৩৩)। স্টাম্পিংয়েও ধোনির পরের অবস্থানটা তার (৩৬)। অধিনায়কত্বও করেছেন আইপিএলে। নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১ ম্যাচ, হেরেছেনও ২১ ম্যাচ। টাই হয়েছে একটি ম্যাচ।

Exit mobile version