Advertisements
রাসায়নিক ও কীটনাশক ব্যবহার ছাড়াই দীর্ঘ তিন বছর পর্যন্ত খাদ্যশস্য সংরক্ষণের লক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে গমের স্টিল-সাইলো। চট্টগ্রামের পতেঙ্গা সাইলোর ভেতরে পাঁচ একর ভূমির ওপর এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫শ’ ৩৭ দশমিক পাঁচ সাত কোটি টাকা। এক লাখ ১৪ হাজার তিনশ’ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এই স্টিল সাইলোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন খাদ্যমন্ত্রী।






