আলিয়া ভাটের বিরুদ্ধে হঠাৎ সরব অভিনেত্রী-টি সিরিজের মালকিন দিব্যা খোসলা কুমার। আলিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিগরা’ ছবির বক্স অফিস কারচুপির অভিযোগ এনেছেন। তার দাবি, আলিয়া ‘ভুয়া কালেকশন’ দেখানোর জন্য নিজেই টিকিট কিনেছেন।
শনিবার দিব্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়াকে কটাক্ষ করেন। ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে দিব্যা লিখেছেন, ‘জিগরা শোয়ের জন্য সিটি মল পিভিআর-এ গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা… সব জায়গায় সব প্রেক্ষাগৃহ খালি।’
এরপর তিনি আরও লিখেছেন, “আলিয়া ভাটের সত্যিই অনেক ‘জিগরা’ আছে… নিজেই টিকেট কিনছে আর ভুয়া কালেকশন দেখাচ্ছে। পেইড মিডিয়া নীরব কেন, তা ভেবে অবাক হই।”
দিব্যার আক্রমণ আলিয়াকে,তবে জবাব দিলেন করণ জোহর। দিও তাতে সরাসরি নাম নেননি দিব্যা খোসলা কুমারের। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘নীরবতাই হল সবচেয়ে বড় জবাব যা তুমি দিতে পারবে বোকাদের।’
চুপ থাকলেন না দিব্যা খোসলা কুমার তারপরও। ইনস্টাগ্রামে করণের থেকে ‘বোকা’ শুনতেই, ভূষণ কুমারের স্ত্রী ইনস্টাগ্রামে করলেন আরও দুটো পোস্ট। একটিতে লিখলেন, ‘সত্য সবসময় বোকাদের বিরক্ত করবে, যারা এটার বিরোধী’। আরেকটিতে লিখলেন, ‘যখন আপনি নির্লজ্জভাবে অন্যের অধিকার চুরি করতে অভ্যস্ত হন তখন আপনি সর্বদা নীরবতার আশ্রয় নেবেন আপনার কোনো কণ্ঠস্বর থাকবে না, কোনো মেরুদণ্ড থাকবে না’।
দিব্যার ছবি ‘সাভি’ এবং ‘জিগরা’র মধ্যে মিল নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়ে যাওয়ার পরপরই পোস্টটি আসে। হর্ষবর্ধন রানে ও অনিল কাপুর অভিনীত ‘সাভি’ ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প। ‘জিগরা’য় আলিয়া ভাটের চরিত্রটি তার ভাইকে কারাগার থেকে উদ্ধার করা নিয়ে।
ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ ১১ অক্টোবর মুক্তি পেয়েছে। স্যাচনিল্ক জানিয়েছে, জিগরা প্রথম দিনে ভারতে ৪.২৫ কোটি আয় করে। এর মধ্যে সিংহভাগই এসেছে ছবির হিন্দি সংস্করণ থেকে। তেলেগু-ডাব সংস্করণটি মাত্র ৫ লক্ষ টাকা সংগ্রহ করতে পেরেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









