চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দু্ই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে ২৮০ রানে হার দেখেছে বাংলাদেশ। শুক্রবার কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে ভারত। অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিতে চাইবে টিম টাইগার্স।
চেন্নাইয়ে লালমাটির পিচে খেলেছিল দুদল। কানপুরের পিচ কালো মাটির। আপাতত দুটি পিচ তৈরি রাখা হয়েছে। কোন পিচে খেলা হবে, তা এখনও ঠিক হয়নি। সে কারণে দুদলের একাদশে পরিবর্তন আসতে পারে খেলার সকালেও।
চেন্নাই টেস্টের আগেরদিন একাদশ জানিয়েছিল ভারত। এবার অপেক্ষা করছে স্বাগতিক দল। মূলত আবহাওয়া ও কন্ডিশনের উপর নির্ভর করে দল জানাবে ভারত। তাদের সহকারি কোচ অভিষেক নায়ার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন।
বলেছেন, ‘যে পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সেসব দেখে আমরা সিদ্ধান্ত নেব।’
অন্যদিকে পিচ কেমন হবে তা না ভেবে ভালো পারফর্ম করার কথা বলেছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে পিচ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বলেছেন, ‘দলগুলোর অবশ্যই অস্ত্র থাকবে যা দিয়ে তারা আমাদের আক্রমণ করতে পারে। তাদের মানসম্পন্ন ব্যাটার, ফাস্ট বোলার এবং স্পিনার আছে। মনে করি না পিচের কোনো প্রভাব পড়বে। চেন্নাইয়ের চেয়ে আমাদের ভালো পারফর্ম করতে হবে।’
চেন্নাইয়ে বাংলাদেশের বোলাররা দারুণ করেছেন। ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। অবশ্য টপঅর্ডারে সাদমান-জাকির-মুমিনুলদের উপর ভরসা হারাবে না বাংলাদেশ। ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসার সম্ভাবনা নেই টাইগারদের। বোলিংয়ে পরিবর্তন আসতে পারে একটি। একজন স্পিনার বেশি খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাহিদ রানা। অন্যদিকে আকাশ দীপকে বসিয়ে কুলদীপ যাদব অথবা অক্ষর প্যাটেলকে খেলাতে পারে ভারত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রিশভ পান্ট, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।









