Site icon চ্যানেল আই অনলাইন

‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস রিপোর্ট মিথ্যা, দাবি কঙ্গনার!

Advertisements

‘ব্রহ্মাস্ত্র’য়ের বক্স অফিস কালেকশনকে মিথ্যে বলে দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার মন্তব্য নিয়ে চর্চা চলছে সামাজিক মাধ্যমে।

করণ জোহর প্রযোজিত ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। শনিবার ছবির বক্স অফিস কালেকশন নিয়ে একটি পোস্ট করেছেন করণ। প্রযোজকের মন্তব্য, মাত্র দু-দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছে এই ছবি। এরপর এই তথ্য নিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন কঙ্গনা। করণের দেওয়া পরিসংখ্যানকে মিথ্যে বলে দাবি করেছেন তিনি।

কঙ্গনা ‘ব্রহ্মাস্ত্র’-এর বক্স অফিস কালেকশন সম্পর্কে পরিচালক-লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘কিছু বাণিজ্য বিশ্লেষক #ব্রহ্মাস্ত্র-এর বক্স অফিস পরিসংখ্যান সম্পর্কে মুখ বন্ধ রেখেছেন, কারণ তারা কারচুপি করেছে। বক্স অফিস পরিসংখ্যান নিয়ে কারচুপির জন্য তারা মোটা অংকের অর্থ পান। এত বড় হেরফেরকে ভারতের সবচেয়ে বড় ম্যানিপুলেশন বলা যেতে পারে, ৬০-৭০ শতাংশেরও বেশি ভুয়া পরিসংখ্যান।’

এই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘বাহ! আরও নিচে নেমেছে… ৭০ শতাংশ।’

‘বক্স অফিস ইন্ডিয়া’র রিপোর্ট অনুসারে, ‘ব্রহ্মাস্ত্র’র সব ভাষা মিলিয়ে মোট আয় ৭৬ কোটির মতো। অয়ন মুখার্জি পরিচালিত দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Exit mobile version