যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস প্রসঙ্গে জো বাইডেন বলেন, কমলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম। তাকে ধন্যবাদ। তিনি আমার দক্ষ সঙ্গী ছিলেন।
বিবিসি জানিয়েছে গতকাল ২৪ জুন স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জো বাইডেন একথা বলেন। তার ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এটাই বাইডেনের জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ।
ভাষণে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাইডেন বলেন, রাজা নয়, বরং জনগণই শাসন করে যুক্তরাষ্ট্র। জনগণের হাতেই সকল ক্ষমতা। আপনার হাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা। আপনিই ইতিহাসের নির্মাতা। আসুন আমরা এক সঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর বাইডেন তার দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন কমলা হ্যারিস।
এদিকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আরেক রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি থেকে দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনিও জোরালোভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।









