দুই ম্যাচের আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয়টিতে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিরিজ জয়ের লক্ষ্যে লাল-সবুজের দল শক্তিশালী শুরুর একাদশ সাজিয়েছে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা ৩টায় গড়িয়েছে ম্যাচ। প্রথম ম্যাচের মতোই চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক দল সাজিয়েছেন কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশের শুরুর একাদশে আসেনি কোনো পরিবর্তন। সিঙ্গাপুর শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছে। বরুশিয়া ডর্টমুন্ডে খেলা ১৯ বর্ষী ফরোয়ার্ড দানিলে তান লি এরনকে ম্যাচে শুরু থেকেই দেখা যাবে।
ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে কদিন আগে প্রথম দেখায় ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজ জিততে লাল-সবুজের দলের ড্র-ই যথেষ্ট। স্বাগতিকরা জয় ছাড়া অন্যকিছুই অবশ্য ভাবছে না।
বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: রূপনা চাকমা।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, মাসুরা পারভীন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), ঋতুপর্ণা চাকমা।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, সাবিনা খাতুন (অধিনায়ক)।







