দুজনেই আধুনিক বাংলা গানের দিকপাল! একজন কবির সুমন, অন্যজন অঞ্জন দত্ত। একই সময়ে গান গেয়ে দুজনই পৌঁছে গেছেন বাঙালির অন্দরে! প্রতিযোগিতা নয়, তাদের বন্ধুত্বটাই বেশি উজ্জ্বল! পুরোনো বন্ধুতার রেশ ধরে আরো একবার আলোচনায় কবীর সুমন ও অঞ্জন দত্ত!
উপলক্ষ, অঞ্জন দত্তের নতুন ছবি ‘চালচিত্র এখন’। ১০ মে ছবিটি একযোগে মুক্তি পেয়েছে সিনেমা হল ও হালের ওটিটি প্লাটফর্মে। কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনকে ঘিরে অঞ্জনের অভিজ্ঞতাই ফুটে উঠেছে পুরো সিনেমায়। মুক্তির আগে থেকেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কল্যাণে সিনেমাটি আলোচনায়। মুক্তির পর সর্বসাধারণের কাছেও সিনেমাটি পাচ্ছে প্রশংসা।
সিনেমাটি চোখ এড়ায়নি কবির সুমনেরও! সিনেমাটি দেখেছেন তিনিও। দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। যা আবার নিজের দেয়ালে শেয়ার করে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অঞ্জন! অঞ্জনের ছবি ‘চালচিত্র এখন’ নিয়ে কী লিখেছেন সুমন?
সুমন লিখেছেন,“ছবি বিশেষজ্ঞ আমি নই। ছবি দেখি সুখেদুঃখে মেশানো আনন্দ পেতে। এখনকার বাংলা ছবি আর ভাল্লাগে না। বরং সাবটাইটেল দেওয়া হিন্দি ছবি দেখি। তিলোত্তমা সোম অভিনীত ‘স্যার’ যেমন। ‘মাসান’ যেমন। ‘স্যাম বাহাদুর’ যেমন। কিন্তু অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’ দেখলাম। অঞ্জনের ছবি বলেই দেখলাম। সব যে খুব পছন্দ হলো তা নয়। দু একটি জিনিস না থাকলে আরও ভাল লাগত। কিন্তু ছবিটা আমার মনে একটা মেজাজ রেখে গেল, একটা রেশ।”
ছবিটি দেখে কান্না চাপতে হয়েছে সুমনকে। সে কথাও বললেন অবলিলায়। সুমন লিখেছেন,“অঞ্জনের একটা ক্ষমতা আছে: আমার মতো বুড়োর চোখেও তিনি ভালবাসার অশ্রু টেনে আনতে জানেন। তার কারণ হয়তো – তিনি প্রেমিক। কবীর খান যেমন আমার সবচেয়ে প্রিয় ছবিকার। এ কথায় কে কী ভাবল, বলল আমার যায় আসে না। কবীর খান প্রেমিক। অঞ্জনও তেমনি প্রেমিক। ‘চালচিত্র এখন’ প্রেমের ছবি প্রেমের গল্প। ছবিটা দেখতে দেখতে কান্না চাপতে হচ্ছিল। প্রেম এখনও কাঁদায় আমাকে। একবারে সব লিখলাম না। মাঝেমাঝে লিখব।”









