বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে ঢাকা মেট্রোপলিটনের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের এক নির্দেশনা মোতাবেক তাকে সরানো হল, নোটিশে জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে অপসারণ করা হল।
হাবিবুর রহমান দেশের অন্যতম ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও সদস্য। তবে সে পদ থেকে এখনো পদত্যাগ করেননি বা অপসারিত হননি।









