এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর বসছে ইরানে। অংশ নিতে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের ১৪ সদস্য যাচ্ছে দেশটিতে। ৪ মার্চ থেকে ইরানের পারদিস শহরে গড়াবে মেয়েদের কাবাডির শ্রেষ্ঠত্বের লড়াই। জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের জন্য জানুয়ারি থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আবাসিক ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ২০০৫ সাল থেকে শুরু হওয়া আসরে একবার ব্রোঞ্জ পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও সার্বিক দিক বিবেচনায় ব্রোঞ্জ জয়ের আশার কথা জানিয়েছেন কোচ শাহনাজ পারভীন।
আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন শ্রাবণী মল্লিক। বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রী, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুন।
বাংলাদেশ দলে কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস। কোচের দায়িত্বে থাকবেন শাহনাজ পারভীন মালেকা। ২ ও ৩ মার্চ পৃথক দুই ফ্লাইটে ইরানের পথে রওনা হবে বাংলাদেশ দল।









