পাকিস্তানে চলছে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আসরে এপর্যন্ত দারুণ খেলছে বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। দারুণ পারফরম্যান্সের ফল পেলেন র্যাঙ্কিংয়েও।
মঙ্গলবার মেয়েদের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের হালনাগাদ জানিয়েছে আইসিসি। ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে এখন ১৭ নম্বরে আছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। বাংলাদেশের আর কোনো ব্যাটার র্যাঙ্কিংয়ে তার উপরে উঠতে পারেননি। টপঅর্ডারের আরেক ব্যাটার শারমিন সুপ্তার অবস্থান ২৯এ।
ওয়ানডেতে জ্যোতির আগের সেরা র্যাঙ্কিং ছিল ৪১তম। সুপ্তার সেরা অবস্থান ছিল ৩৯। থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা অধিনায়ক জ্যোতির ১৬ ধাপ উন্নতি ও ৯৪ রানে অপরাজিত থাকা সুপ্তার ১০ ধাপ উন্নতি হয়েছে। ব্যাটিংয়ে সেরা দশে নেই বাংলাদেশের কোনো ব্যাটার। সবার উপরে সাউথ আফ্রিকার লৌরা উলভার্ট।
এ সংস্করণে বাংলাদেশের কোনো বোলারের উন্নতি খুব বেশি নয়। নাহিদা আক্তার দুধাপ পিছিয়ে ১২তে গেছেন। ৭ ধাপ উন্নতি করেছেন রাবেয়া খান। শীর্ষ ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন।
অলরাউন্ডারদের মধ্যে সেরা দশে নেই বাংলাদেশের কেউ। ৪০তম স্থানে আছেন মারুফা আক্তার। শীর্ষ ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।









