ভারতে সদ্যগত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু সুযোগ তৈরির পরও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সাত ম্যাচে এক জয়ে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল। মাঠের হতশ্রী পারফরম্যান্সের পর নেতিবাচক শিরোনামে উঠে এসেছে অধিনায়ক জ্যোতির নাম। সেটি অবশ্য তার কারণে নয়, টাইগ্রেস সাবেক এক ক্রিকেটারের সাক্ষাৎকারের সূত্র ধরে আলোচনা চাউর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যদিও উড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে নিয়ে একটি সংবাদমাধ্যমে আসা ওই ক্রিকেটারের অভিযোগ ঠাসা সাক্ষাৎকারটি নজরে এসেছে ক্রিকেট বোর্ডের। বিসিবি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বলেছে, ‘অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’
বোর্ড থেকে বিবৃতিতে বলেছে, ‘বিসিবি সাবেক খেলোয়াড়ের অভিযোগগুলোকে স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে খণ্ডন করছে। যা ভিত্তিহীন, বানোয়াট এবং কোন সত্যতা নেই। দুর্ভাগ্যজনকভাবে এমন একটি সময়ে এধরনের অবমাননাকর এবং কলঙ্কজনক দাবি করা হচ্ছে, যখন বাংলাদেশ মেয়েদের দল আন্তর্জাতিক মঞ্চে প্রশংসনীয় অগ্রগতি দেখাচ্ছে।’
‘বোর্ড বিশ্বাস করে এই মন্তব্যগুলোর সময় এবং প্রকৃতি ইচ্ছাকৃত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং আপাতদৃষ্টিতে দলের মনোবল ও আত্মবিশ্বাসকে ক্ষুণ্ন করার লক্ষ্যে করা হয়েছে, যারা গর্বভরে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে। এটি অত্যন্ত হতাশাজনক যে একজন ব্যক্তি যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় সম্পৃক্ত নন বা প্রাসঙ্গিকতা নেই, তিনি এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।’
মেয়েদের উপর আস্থা রেখে বোর্ড আরও বলেছে, ‘বিসিবি স্পষ্ট করে বলতে চায় যে, মেয়েদের জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ব্যবস্থাপনার উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। বোর্ড এমন দাবির সমর্থনে কোন প্রমাণ খুঁজে পায়নি এবং তারা দল এবং খেলোয়াড়দের পাশে আছে।’









