পপ তারকা জাস্টিন বিবারের ৩০ তম জন্মদিন উপলক্ষে হলিউডের মাদাম তুসো জাদুঘরে স্থাপন করা হয়েছে মোমের মূর্তি। কিন্তু সেই মূর্তি নিয়ে হাসছেন নেটিজেনরা।
বিবারের ২০২১ সালের হিট ‘পিচেস’-এর লুক থেকে অনুপ্রাণিত হয়ে লাইফ-সাইজ মোমের মূর্তিটি তৈরি করা হয়েছে। মাথায় সাদা টুপি, পাফার জ্যাকেট, নিওন-পিঙ্ক প্যান্ট এবং স্নিকারে দেখা গেছে বিবারের মূর্তিটিকে। তবে নেটিজেনদের কাছে বিবারের মূর্তিটি দেখতে গায়ক লিয়াম প্যাইনের মতো লাগছে।
এক ভক্ত লিখেছেন, ‘একেবারেই বাজে হয়েছে’। আরেকজন লিখেছেন, ‘ইনি লিয়াম না?’ আরেক ভক্ত রসিকতা করে লিখেছেন, ‘বিবার এবং লিয়াম প্যাইনের সন্তান হলে এরকম চেহারা হতো!’
বিবারের মোমের মূর্তিতে তার দাঁড়ি ও ঘাড়ের ট্যাটুও আছে। গাঢ় নীল ব্যাকড্রপ সাজানো হয়েছে বেলুন ও ‘থার্টি’ লেখা দিয়ে।
বিবারের মোমের মূর্তি এর আগেও তৈরি করা হয়েছে। তার মাঝে একটি আছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। অন্যটি আছে লাস ভেগাসে।
সূত্র: পিঙ্কভিলা







