আমেরিকান পপ তারকা জাস্টিন বিবার-হেইলি বিবারের দাম্পত্যের বয়স পাঁচ বছরের বেশি। এর মাঝেই গুঞ্জন রটলো হেইলিকে ঠকিয়ে নতুন প্রেমে মজেছেন বিবার।
সম্প্রতি মার্কিন গায়িকা এবং অভিনেত্রী ম্যাডিসন বিয়ারের পোস্টে ‘ফ্লার্টি’ মন্তব্য করেছেন জাস্টিন বিবার। বিষয়টি মোটেই ভালো চোখে দেখছেন না এই তারকার ভক্তরা। হেইলির সঙ্গে প্রতারণা করছেন বিবার, এমনটাই মনে করা হচ্ছে।
বিবারের সঙ্গে হেইলির বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। ম্যাডিসন বিয়ারের পোস্টে ‘বিতর্কিত’ সেই মন্তব্য করে গুঞ্জনের আগুনে যেন ঘি ঢাললেন বিবার।
ম্যাডিসনের সঙ্গে বিবারের পরিচয় তের বছর বয়স থেকে। তাদের দুজনের একই ম্যানেজার ছিল বহুবছর। পরে ম্যাডিসন ম্যানেজার বদলে ফেলেন। কয়েকদিন আগে ম্যাডিসন বিয়ার নিজের ২৫ তম জন্মদিন উদযাপনের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। বিবার সেখানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘হার্ট-আই ইমোজি’ এবং ‘মেল্টিং ফেস’ ইমোজি দিয়েছেন।
ম্যাডিসনের পোস্টে বিবারের এই মন্তব্যের নিচে মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অপ্রত্যাশিত।’ আরেকজন লিখেছেন, ‘হেইলিকে বলে দেব।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘হেইলির সাথে প্রতারণা করা বন্ধ করুন।’
চলতি বছর জানুয়ারির প্রথমে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন হেইলি। সঙ্গে লেখেন, ‘২০২৪-এ আমিই আমার সঙ্গে।’ এই পোস্ট দেখে দম্পতির বিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে। হেইলি সামাজিক মাধ্যম থেকে বিবারের বেশিরভাগ ছবি সরিয়ে ফেলেছেন। হেইলি-বিবারের সম্পর্কের অবনতি হওয়ায় হেইলির বাবা স্টেফেন ব্যাল্ডউইন ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই জুটির জন্য প্রার্থনাও করতে বলেছেন।
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর ভেঙে যায় জাস্টিন বিবাহ এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন।
সূত্র: কইমই







