আম্বানি পরিবারে এখন উৎসবের আমেজ। ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের। তার আগে ৫ জুলাই, শুক্রবার ছিল অনন্ত-রাধিকার সংগীতের অনুষ্ঠান। আর সেখানেই পারফর্ম করেছেন জাস্টিন বিবার।
অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম করার সময় জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি, তার উপরে চাপিয়েছিলেন জ্যাকেট। পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সাথে পরেছিলেন প্যান্ট, বুট এবং টুপি।
বিবার তার ‘লাভ ইওরসেল্ফ’, ‘পিচস’, ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’ সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন। বিবারের পারফরম্যান্স ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিবারের মঞ্চে উঠেছিলেন ওরি, পপ তারকার সাথে যোগ দিয়ে তিনিও গাইতে শুরু করেন।

অনুষ্ঠান শেষ হতেই মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে থেকে আমেরিকায় ফেরার জন্য রওনাও হয়ে গিয়েছেন জাস্টিন বিবার। বিমানবন্দরে ঢোকার সময় অনেকেই জাস্টিন বিবারকে দেখে তার সঙ্গে হাত মেলাতে ছুটে আসেন।
জানা গেছে, জাস্টিন বিবার নাকি এই পারফরম্যান্সের জন্য নিয়েছেন ১ কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় ১০০ কোটি টাকারও বেশি। এর আগে ২০১৭ সালে ভারতে প্রথমবারের মতো কনসার্টে এসেছিলেন জাস্টিন বিবার।
মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে এই জমকালো সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। ‘সেলিব্রেশন অব হার্টস’ নামকরণের এই আয়োজনটি ছিল তারকাবহুল। অনুষ্ঠানে বর অনন্ত আম্বানি এবং কনে রাধিকার ঝলমলে সাজ মুগ্ধ করেছে অতিথিদের।
সূত্র: দ্য হিন্দু









