পপ তারকা জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্যাল্ডউইনের সংসার নাকি ভাঙতে চলেছে, সম্প্রতি এমন গুঞ্জনেই সরব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও এই দম্পতি নিজেরা এখনও প্রকাশ্যে এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি। কিন্তু অনুরাগীরা যথেষ্ট সূত্র খুঁজে বের করেছেন!
সম্প্রতি ইনস্টাগ্রামে দেয়া হেইলির কিছু পোস্ট নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের। অনুরাগীরা লক্ষ্য করেছেন যে বিবারের সঙ্গে বেশির ভাগ ছবিই তিনি মুছে দিয়েছেন। তারপরই শুরু হয় গুঞ্জন!
ধারণা করা হচ্ছে, দুজনের সম্পর্কের অবনতি ঘটেছে। এরপর বছরের প্রথমদিনে হেইলি নিজের কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে তিনি লেখেন, ২০২৪ সালে আমিই আমার সঙ্গে। বছরের প্রথম পোস্ট দেখে দম্পতির বিচ্ছেদের জল্পনা জোরালো হয়। ছবিগুলোর নিচে অনেকেই জাস্টিন কোথায় তা জানতে চেয়েছেন।
২০২০ সালে নিজের অসুস্থতার কথা ঘোষণা করেছিলেন জাস্টিন। সেসময় পপ তারকার মুখমণ্ডলের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। এরপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন। সেই প্রসঙ্গ তুলে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জাস্টিনের দুর্বল সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’’
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও গায়িকা সেলেনা গোমেজের। এরপর ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন এ পপ আইকন। যদিও শুরুতে খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। পরে বিষয়টি জানাজানি হয়।
সূত্র: এআরওয়াই নিউজ








