প্রযুক্তির অপপ্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, ‘মানব কল্যাণের জন্য যাতে প্রযুক্তির ব্যবহার করা যায় আমাদের সেভাবেই গড়ে উঠতে হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরীতে সিদ্দিক এন্টারপ্রাইজ কর্তৃক BD Law Reference (BLR) অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রোববার বিকেলে সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘একটি মোবাইল আমাদের জীবনকে বদলে দিয়েছেন। মোবাইল’ই যেন এখন একটা দুনিয়া। আমরা দিন-দিন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। প্রযুক্তি আমাদের আরও এগিয়ে দেবে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি।’
এসময় বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আমারা বিচারকরা চেষ্টা করছি, বিচার ব্যাবস্থা ও বিচার প্রার্থী মানুষকে কিভাবে স্মার্ট বাংলাদেশের মধ্য দিয়ে বিচারিক সেবা প্রদান করা যায়।’

একই ফুল থেকে ভোমরের বিষ সংগ্রহ ও মৌমাছির মধু সংগ্রহের উদাহরণ টেনে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মাঝে-মাঝেই প্রযুক্তির অপপ্রয়োগ হচ্ছে। তবে জীবনের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ও মানব কল্যাণের জন্য যাতে প্রযুক্তিটা ব্যবহার করা যায় আমাদের সেভাবে গড়ে উঠতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আজম, সহ-সভাপতি জেসমিন সুলতানা, সম্পাদক আবদুন নূর দুলাল ও সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সম্পাদক নূরে আলম উজ্জ্বল।








