শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের আগামী ২৪ তারিখের মধ্যে বই পৌঁছে দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান তালিকা করার পাশাপাশি দ্রুত সংস্কার করা হবে।
দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর করা হবে। নতুন কারিকুলামের পাইলটিং কাজ চলছে দেশে।
মত বিনিয়ম সভায় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







