সেদাওগি বাঁধ, একটি কমান্ড সদর দপ্তর এবং মান্দালয় অঞ্চলের মাদায়া টাউনশিপের শান রাজ্যের সীমান্তবর্তী আশেপাশের এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে মিয়ানমার সেনাবাহিনী।
শনিবার (৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি ইরাওয়াড্ডি এর প্রকাশিত ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া পোষ্টে বিবৃতিটি জানানো হয়েছে।
জান্তার বিবৃতি অনুসারে, এলাকাটি পুনরুদ্ধারের অভিযান শুরু হয় এবং বিভিন্ন দিক থেকে দলটি পাঁচটি ভাগে অগ্রসর হয়ে ৭ নভেম্বর নিয়ন্ত্রণে আনে বলে।
বিবৃতিতে বলা আরও হয়েছে, এই অভিযানের সময় মোট ৪২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬০টিরও বেশি অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে। এতে কিছু সরকারি সেনা নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এলাকা পুনরুদ্ধারের জন্য জান্তা মাদায়া টাউনশিপে বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করেছে। ২৪ আগস্ট, তারা ফায়াং তাউং সোনার খনির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং ২৮ আগস্ট আলফা সিমেন্ট প্ল্যান্ট দখল করে।









