‘আন্দোলনে নারীর শক্তি, নারীর কথা’ সেমিনার ও ‘দ্য ব্রেভ ডটার্স অব জুলাই’ (জুলাইয়ের বীর কন্যা) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।
জুলাই আন্দোলনের শহীদ নাইমা সুলতানার মা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনে নারীদের অবদান তুলে ধরতে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‘দ্য ব্রেভ ডটার্স অব জুলাই’ এক্সিবিশনের উদ্বোধনে জুলাই বিপ্লবে নারীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগকে স্মরণ কর হয়। উদ্বোধনী পর্বে শহীদ নাইমা সুলতানার মা আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর দ্বার উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, শহীদ নাইমার মা সহ নারী নেতৃত্বরা। বক্তারা নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এই আন্দোলনের গৌরবময় অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রদর্শনীতে জুলাই বিপ্লবের দুর্লভ ছবি, পোস্টার, আন্দোলনের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও শহীদদের স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়। প্রদর্শনীটি চলতি সপ্তাহ পর্যন্ত চলবে। সবার জন্য উন্মুক্ত থাকবে।









