জুলাই গণঅভ্যুত্থানে সামনে থাকা নারীরা পরবর্তী সময়ে কেন কিছুটা আড়ালে চলে গেলেন সেই প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গণঅভ্যুত্থানের এক বছর পরও নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বলে মনে করেন আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই উইমেনস ডে শিরোনামে এক বিশেষ আয়োজনে এসব বলেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। আয়োজনে গান, চলচ্চিত্র, স্মৃতিচারণ ও ড্রোন শোর মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়।








