জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দেশের গান দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই পুনর্জাগরণ’।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে এটি শুরু হয়। উদ্বোধনী পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি।
সারাদিনজুড়ে আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক দল। একক ও দলীয় পরিবেশনায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা।
অনুষ্ঠানে থাকছে, টং-এর পরিবেশনা, কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ ও তাশফির পরিবেশনা, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড, সায়ান, ইথুন বাবু, মৌসুমি, সোলস ও ওয়ারফেজ ব্যান্ড।
মঙ্গলবার বিকালে পাঠ করা হবে ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’। এরপর পরিবেশনায় অংশ নেবে বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর ও পারশা।
অনুষ্ঠানের শেষাংশে থাকবে এলিটা করিমের গান ও বিশেষ ড্রোন ড্রামা পরিবেশনা। অনুষ্ঠানটি চলবে রাত ৮টা পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত এই আয়োজন শুধুই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি একটি প্রজন্মের চেতনা জাগরণের বহিঃপ্রকাশ।









