প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ-পুসাব এর আয়োজনে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) শুরু হওয়া বিতর্ক উৎসবটি চট্টগ্রামসহ দেশের শিক্ষাঙ্গণকে প্রাণবন্ত করে তুলেছিল।
রোববার (৯ নভেম্বর) দুপুর একটা থেকে শুরু হওয়া ডিবেটগুলো ছিল তর্ক-যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত। এতে আন্তঃস্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়— এই তিনটি গুরুত্বপূর্ণ পর্যায়ের বিতার্কিকরা তাদের যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মঞ্চে নামেন।
বিতার্কিকদের অসাধারণ যুক্তি, তথ্যভিত্তিক আলোচনা এবং সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। উৎসব শেষে তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক ও চ্যাম্পিয়ন দলগুলোকে পুরস্কৃত করা হয়।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে আগ্রাবাদ বালিকা বিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আফরা আনান সারা (সরকার দলের মন্ত্রী)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন তানজিম রহমান।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন সানজিদা মারিয়াম অবন্তি (সরকার দলের সংসদ)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন যথাক্রমে সাবিহা তাবাসসুম (চট্টগ্রাম কলেজ) এবং আতেফ শাহরিয়ার (চট্টগ্রাম বন্দর কলেজ)।
বিশ্ববিদ্যালয় পর্যায়য়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিবেটিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন সাদ আল আশরাফি (সরকার দলীয় সংসদ)। টুর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মিরাজ বিশ্বাস।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিতর্কপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সেক্রেটারি, আইইবি)। মোহাম্মদ আবদুল মোতালেব (প্রক্টর, ইউএসটিসি)। প্রফেসর ডা. নুরুল আবসার (ট্রেজারার, ইউএসটিসি), ডা. হেদায়েত উল্লাহ (এসোসিয়েট প্রফেসর এবং ডিন, ফেস্ট, ইউএসটিসি)।
এছাড়াও পুসাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ (প্রতিষ্ঠাতা), ফাহমিদুর রহমান অমি (স্থায়ী সদস্য) এবং মাশরুর আনোয়ার (পুসাব চট্টগ্রাম জোনের অ্যাডভাইজার)।
পুসাব-এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ বলেন, জুলাই পুনর্জাগরণ শুধুমাত্র একটি বিতর্ক উৎসব নয়, এটি মুক্তবুদ্ধি ও তারুণ্যের প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, আজকের এই বিতার্কিকরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









