প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানে প্রয়োজনীয় সংশোধন কার্যকর করার জন্য গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা খুব জরুরি। তিনি সবাইকে একসাথে কাজ করার মাধ্যমে প্রত্যেক ধর্মের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করা জরুরি। শুধু ধর্মীয় ভিত্তিতে নয়, প্রতিটি ধর্ম ও ধর্মবিশ্বাসী মানুষকে আলাদাভাবে সুরক্ষা দিতে হবে সংবিধানের মাধ্যমে।
আলী রীয়াজ বলেন, অধিকাংশ মানুষ পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, ন্যূনতমও কোনো অধিকার ছিল না এবং ভোট দেওয়ার সুযোগ পর্যন্ত ছিল না। ক্ষমতায় থাকা ব্যক্তিরা নিজের শাসন ব্যবস্থা কায়েম করে নিয়েছিল।
তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদে যা রয়েছে তা গণভোটের মাধ্যমে প্রকাশ করা উচিত। প্রধান নির্বাচন কমিশনের নিয়োগেও একক আধিপত্য বিস্তার করেছেন, যা নিয়ে চিন্তা করা প্রয়োজন।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে হবে এবং এই বিষয়ে সব রাজনৈতিক দল একমত। এছাড়া জুলাই সনদ নিয়ে বিভিন্ন ধরনের ভুল প্রচার চলছে, সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।









