বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামীকাল যেন জুলাই সনদের কোনো ঘোষণা জনগণের বিপক্ষে না যায়।
আজ ৪ আগস্ট সোমবার একটি সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, চাপে পড়ে যেন কোনো বিষয়ে ঘোষণা দেওয়া না হয়। জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু হলে আমরা সেটিকে প্রত্যাখ্যান করব।
তিনি স্পষ্টভাবে বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণের দাবি ও দেশের বৃহত্তর স্বার্থেই একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করতে হবে।
তিনি বলেন, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন এই জাতি মেনে নেবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।
তাহের আরও বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে।









