চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যাকে পেছনে ফেলেছেন আল-কাদশিয়ার ফরোয়ার্ড জুলিয়ান কুইনোনেস। মেক্সিকান ফরোয়ার্ড প্রো লিগে পাঁচ ম্যাচে ছয় গোল করেছেন।
আল-নাসের অধিনায়ক রোনালদো চলতি মৌসুমে ক্লাবের হয়ে এপর্যন্ত প্রতিপক্ষের জালে পাঁচ গোল জড়িয়েছেন। নিওম এফসির বিপক্ষে হ্যাটট্রিক করে জুলিয়ান ছাড়িয়ে গেছেন রোনালদোকে।
জুলিয়ানের ক্লাব আল-কাদশিয়া ১৩ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় অবস্থানে আছে। আল-নাসের দুই পয়েন্ট বেশি নিয়ে সমান ম্যাচে সবার উপরে রয়েছে।
প্রো লিগে কলম্বিয়ায় জন্ম নেয়া মেক্সিকান ফরোয়ার্ড জুলিয়ান আধিপত্যই দেখাচ্ছেন। ৪০ ম্যাচ খেলে প্রো লিগে ৩২ গোল করেছেন। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আট গোল। নাম কুড়িয়েছেন লিগে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য।
২৮ বর্ষী জুলিয়ানের মেক্সিকো জাতীয় দলে অভিষেক হয়েছে ২০২৩ সালে। এরপর থেকে মেক্সিকো জার্সিতে ১৮ ম্যাচ খেলে পেয়েছেন দুই গোল।









