প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে এসে প্রথম সোনার দেখা পেয়েছে জর্জিয়া ও ক্রোয়েশিয়া। জুডোর ভিন্ন দুটি ইভেন্টে সোনা জিতেছে দেশ দুটি।
বুধবার রাতে মেয়েদের ৭০ কেজি জুডোতে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার ম্যাটিচ বারবারা। ১-০ ব্যবধানে হেরে রৌপ্য জিতেছেন জার্মানির বুটকেরিট মিরিয়াম। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন বেলজিয়ামের উইলেমস গ্যাব্রিয়েলা ও অস্ট্রিয়ার পোলের্স মিসেয়ালিয়া।
ছেলেদের ৯০ কেজি ইভেন্টে জাপানের সানসিরো মুরাওকে হারিয়ে সোনা জিতেছেন জর্জিয়ার লাশা বেকৌরি। জাপান জুডোকারকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য পদক নিয়ে। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের হ্যামবউ ম্যাক্সিম ও গ্রিসের সিলিদিস থিওদোরোস।









