প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে কানাডাকে প্রথম স্বর্ণ জয়ের স্বাদ এনে দিয়েছেন ক্রিস্টা দেগুচি। মেয়েদের ৫৭ কেজিতে জুডো চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ছেলেদের ৭৩ কেজি ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় আজারবাইজানের নাম লেখান হিদায়াত হায়দার।
মেয়েদের ইভেন্টে দেগুচির কাছে হেরে রৌপ্য পেয়েছেন সাউথ কোরিয়ার হুহ মিমি। যৌথভাবে ব্রোঞ্জ পেয়েছেন ফ্রান্সের সারাহ লিওনি ও জাপানের হারুকা ফুনাকুবো।
ছেলেদের ইভেন্টে হিদায়াতের কাছে হেরে রৌপ্য পেয়েছেন ফ্রান্সের জোয়ান বেনজামিন। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন জাপানের সইছি হাশিমোতো ও মালডোভার আদিল ওসমান।









