বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয় উল্লেখ করে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, ‘বিচারকদের জীবন হওয়া উচিত সন্ন্যাসীদের মতো।’
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশ হাইকোর্টের দু’জন বিচারপতিকে বরখাস্ত করার বিরুদ্ধে মামলার শুনানিতে ওই দুই বিচারপতির বিরুদ্ধে তাদের করা একটি ফেসবুক পোস্ট শীর্ষ আদালতের সামনে তুলে ধরা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ ওই দুই বিচারপতির উদ্দেশে বলেন, ‘সমাজমাধ্যম একটি খোলামেলা জায়গা। আপনাদের জীবন হওয়া উচিত সন্ন্যাসীর মতো। বিচারক এবং বিচারপতিদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। একদমই তাঁদের ফেসবুকে যাওয়া উচিত নয়।’
বিচারকদের ব্যক্তিগত মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা উচিত নয় উল্লেখ করে আদালত বলেন, ব্যক্তিগত মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যে মামলার রায় এখনও ঘোষিত হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই সেই রায় সম্পর্কে ইঙ্গিত পেয়ে যেতে পারেন সাধারণ মানুষ।’









