বৃষ্টিতে ভিজে ও রোদে পুরেই চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ তিন দফা দাবির ‘লং মার্চ’। প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে শিক্ষার্থীদের আন্দোলন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলেও পুলিশি বাঁধায় পড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেয় তারা।
এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত ঝড়ে, প্রশাসন কী করে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তে বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’, ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশান’, ‘জবিয়ানের একশন, ডাইরেক্ট একশন’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বৈষম্যবিরোধী আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো৷ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে দাবি আদায় করেই আমরা ফিরবো৷
জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হোসেন বলেন, আমাদের দাবি আদায়ে পুলিশের যে অতর্কিত লাঠিচার্জ হয়েছে তার বিচার চাই৷ আমাদের তিন দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব৷
এর আগে শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন আসেন৷ এসময় তারা বলেন, তিন দফা দাবি মানলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর হবে।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।









