সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডাবল ডেকার বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ৪৫মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। এদিকে, মুখোমুখি এই সংঘর্ষে মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বঙ্গবাজার থেকে ওই ডাবল ডেকার বিআরটিসি’র বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরছিল।
পথে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের মেইন লাইন দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে (উল্টো রাস্তা দিয়ে ঢাকাগামী) একটি মোটরসাইকেল আসতে থাকে। শুরুতে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের পাশ দিয়ে চললেও হঠাৎ করে বাসের মুখোমুখি চলে আসে। সেসময়, তাৎক্ষণিক জাবি বাসের চালক মো. আবু হানিফ বাসটির ব্রেক করলেও মোটরসাইকেলটি বাসের সামনের অংশের ধাক্কায় মুচড়ে যায়।
এতে বাসে অবস্থানরত চালক ও শিক্ষার্থীদের কোন ক্ষতি না হলেও মোটরসাইকেলটির চালকের মাথা ও শরীরে গুরুতর জখম হয়। একপর্যায়ে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী ও পথচারী ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
এই বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত মোটরসাইকেল চালকের সঙ্গে উপস্থিত থাকা জাবি’র মার্কেটিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আল-আমিন বলেন, এখন পর্যন্ত (ওইদিন রাত ১০টা) আহত মোটরসাইকেল চালক বেঁচে আছে। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তার পরিবারকে আসার জন্য খবর দেওয়া হয়েছে। শুনেছি তার বাড়ি ধামরাইয়ে অবস্থিত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, আমাদের বাসটি এখন ক্যাম্পাসে আছে। শিক্ষার্থীরাও নিরাপদে ফিরে এসেছে। মেডিক্যালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন ও খায়ের জানিয়েছে- আহত চালকের সঙ্গে কিছু ঘুমের ঔষধ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) আহত চালকের চিকিৎসার ব্যবস্থা জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন।









