ওয়েস্ট ইন্ডিজ থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে বিজয় উৎসব সেরেছে ভারতীয় দল। ছাদখোলা বাসে প্যারেডের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ী দলকে ১২৫ কোটি ভারতীয় রুপি পুরস্কার তুলে দেয় বিসিসিআই। অনুষ্ঠানে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাকেও চ্যাম্পিয়ন জার্সি পরে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি কীর্তি আজাদ।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘প্রকৃতপক্ষে, বিশ্বকাপ জিতেছে জয় শাহ ও রাজীব শুক্লা, যেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা ছিলেন পার্শ্বনায়ক।’
‘বিশ্বের কোথাও জয়ী দলের অভিনন্দন অনুষ্ঠানের মঞ্চে খেলোয়াড়দের পাশে বোর্ড কর্তারা বসে না। নির্লজ্জ সুযোগ সন্ধানী।’
খবর, বিসিসিআইয়ের ট্রেজারার আশিষ সিলার এবং বিজেপির মুম্বাইয়ের এমএলএ কেও বলা হয়েছিল ‘চ্যাম্পিয়ন’ জার্সি পরার জন্য। কিন্তু তারা প্রস্তাব প্রত্যাখ্যান করেন।









