টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু মাহমুদুল হাসান জয়ের। সাদা পোশাকে বছর দুয়েক ধরে নিয়মিত মুখ তিনি। বাকী দুই ফরম্যাটে এখনও নির্বাচকদের নজর কাড়তে পারেননি এই ব্যাটার। তবে বিপিএলে নিয়মিত পারফরম্যান্স করছেন তিনি। জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে সুযোগ না পেলেও আক্ষেপ নেই তার। বলেছেন, ‘টেস্ট ক্রিকেটাররাও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে পারে।’
বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন জয়। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পেছনে অনন্য অবদান রেখেছেন জয়। ৪৪ বলে করেছেন ৩৯ রান। আর সে কারণেই টি-টুয়েন্টিতে ভালো করার আত্মবিশ্বাস রয়েছে তার।
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স। তার আগের দিন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসেছে জয় বলেছেন, ‘একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা কঠিন কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে ও টি-টুয়েন্টি ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই আত্মবিশ্বাসটা আছে যে টি-টুয়েন্টিতে ভালো করবো।’
জয় মনে করেন টেস্টে ভালো করলে বাকি দুই ফরম্যাটে খেলা সহজ হয়ে যায়। বিপিএল শুরুর আগে নিজেকে তৈরি করতে বিকেএসপিতেও অনুশীলন করেছেন তিনি। এটাই আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে তার।
বলেছেন, ‘দেখেন টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে বিকেএসপিতে কয়েকদিন প্রাকটিস করি। ওইখানে আমরা খুব ভালো একটা সুযোগ পাই অনুশীলনের। সুতরাং ওখানে টি-টুয়েন্টির জন্য স্ট্রাইকরেট ভালো রাখার ব্যাপারটা নিয়ে কাজ করি। এভাবেই আসলে মানিয়ে নেয়া।’
নিয়মিত টেস্টে ব্যস্ত থাকার টি-টুয়েন্টির সঙ্গে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং কিনা এমন প্রশ্নে জয় বলেন, ‘আসলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয় না। কারণ শেষ ২ সিজন আমি বিপিএল খেলছি এবং ভালোই খেলছি। যে স্ট্রাইকরেট এবং আমার এভারেজ তা ভালোই ছিল।’
‘একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা কঠিন কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে টি-টুয়েন্টিও ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই কনফিডেন্টটা আছে যে টি-টুয়েন্টিতে ভালো করবো।’







