শুক্রবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। এদিন সন্ধ্যার পর নিজের ফেসবুকে বর আবু সাইয়িদ রানার সাথে একাধিক ছবিও পোস্ট করেন অভিনেত্রী! শোবিজের সবাই যখন তাকে অভিনন্দন আর শুভ কামনা জানাচ্ছিলেন, ঠিক তখনই জানা গেল- একইদিনে বিয়ে সম্পন্ন করেছেন ছোটপর্দার জনপ্রিয় আরেক তারকা জোভান আহমেদ!
শুক্রবার রাতে হঠাৎ নিজের বিয়ের খবর জানান এই অভিনেতা। ভেরিফায়েড ফেসবুকে হবু স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। ঘণ্টা দেড়েকের ব্যবধানে স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন জোভান। প্রথম ছবিতে স্ত্রীর হাত ধরে ছবি পোস্ট করে জোভান লিখেন, “এবং আমরা বললাম আলহামদুলিল্লাহ, কবুল।”
স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করলেও কোনো ছবিতেই তার চেহারা স্পষ্ট দেখা যায়নি। তাছাড়া জোভানও স্ত্রীর পরিচয় সম্পর্কে কিছু জানাননি। অভিনেতার ঘনিষ্টসূত্রে জানা গেছে, পারিবারিকভাবে বিয়ের এই আয়োজন করলেও খুব শিগগিরই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনুষ্ঠানিকতা সারবেন।
স্ত্রীর পরিচয় সম্পর্কে অভিনেতার ঘনিষ্টসূত্রের বরাতে ডেইলি স্টার অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বছর দেড়েক ধরে তাদের সম্পর্ক ছিলো। শুক্রবার সেই সম্পর্ক পরিণতি পেল।
শুক্রবার রাতে জোভান-নির্জনার আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হলেও জানা গেছে, আগামি ২০ জানুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়েছে। যেখানে পরিবারের মানুষ ছাড়াও দেখা যেতে পারে শোবিজ অঙ্গনে অভিনেতার সহ-অভিনয়শিল্পীদের।







