বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আজ বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোস্তফা কাজল প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ প্রতিদিনের সাথে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।
১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু কাজলের। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি।
মোস্তফা কাজলের প্রথম নামাজে জানাজা বাদ আসর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হওয়ার পর বাদ মাগরিব কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ এশা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।
সাংবাদিক মোস্তফা কাজল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) এর সদস্য ছিলেন।
মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বসুন্ধরা গ্রুপ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাব এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ক্র্যাবের পক্ষ থেকে এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।









